রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ

আপডেট: June 17, 2025 |
inbound7445103073261267136
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠ থেকে গরু আন‌তে গি‌য়ে বজ্রপা‌তে জেলেখা বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দি‌কে উপ‌জেলার ধর্মগড় ইউনিয়‌নের লক্ষীরহাট গ্রামে এ ঘটনা ঘ‌টে।

নিহত জেলেখা বেগম লক্ষীরহাট গ্রামের মনতাজুল হক মাস্টারের স্ত্রী এবং দুই সন্তানের জননী ।

স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের জেলেখা বেগম বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান। এসময় হঠাৎ বজ্রপা‌তে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, বজ্রপা‌তের শিকার হয়ে জেলেখা বেগম নামে এক গৃহবধু মারা গেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর