কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট: June 21, 2025 |
inbound2174307418955872581
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।

শনিবার সকাল থেকে জেলা শহরের চৌড়হাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান চালানো হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান অভিযানের নেতৃত্ব দেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘর নির্মাণ করে আসছিলেন দখলবাজরা।

এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো। তাই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।

তবুও স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান চালিয়ে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, জেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখলদারদের কবলে রয়েছে।

এসব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর