মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: June 23, 2025 |
inbound2050391308938021352
print news

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যা ঘটেছে, তা মেনে নেওয়া যায় না।”

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সাবেক সিইসির ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে। যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “যদি কেউ অপরাধ করে, তাহলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না।”

কৃষিজমি রক্ষায় সরকার একটি নতুন আইন করতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এ আইন বাস্তবায়ন হলে কৃষিজমি দখল বন্ধ করা সম্ভব হবে। দেশি ফল হারিয়ে যাচ্ছে— তাই সবাইকে সচেতন হতে হবে এবং বেশি করে দেশি ফলের গাছ রোপণ করতে হবে।”

পরিদর্শনকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় মৌচাকে পৌঁছান জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন, যেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন এবং জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর