বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আড়াই টন মসলা উদ্ধার, ৫ লাখ টাকা জরিমানা

আপডেট: June 23, 2025 |
inbound3671412896107118573
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার রাজাবাজারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীর স্টোরের গুদাম থেকে মেয়াদোত্তীর্ণ প্রায় তিন টন মসলা উদ্ধার করা হয়েছে।

সেই সাথে ওই স্টোরের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৩ জুন (সোমবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের রাজাবাজারের জাহাঙ্গীর স্টোরে
এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় ওই স্টোরের বিভিন্ন গুদাম থেকে দারচিনি, জিরা, সাদা,এলাচ, কালো এলাচ,তকমা ও কিসমিসসহ বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ কেজি মসলা জব্দ করা হয়।

এসব মসলার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে জাহাঙ্গীর স্টোরের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুয়ায়ী এ জরিমানা আরোপ করা হয়। অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

তাঁর সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট ফাহাদ।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি।

অভিযানের সময় উদ্ধারকৃত মসলাগুলো দীর্ঘদিন ধরে গুদামে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রাখা ছিল।এগুলো জনস্বাস্থ্যের জন মারাত্মক ঝুঁকিপূর্ণ।তাই এগুলো জনসম্মুখে ধবংস করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর