বগুড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ক্লিনিক সিলগালা ও মেডিকেল ইকুইপমেন্ট জব্দ

আপডেট: June 24, 2025 |
inbound5238809467589500318
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ অবৈধ ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগে বগুড়া জেলা সদরের ঠনঠনিয়া এলাকার জমজম ইসলামিক ক্লিনিকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ক্লিনিক সিলগালা ও মেডিকেল ইকুইপমেন্ট জব্দ করা হয়েছে।

২৪ জুন ( মঙ্গলবার) বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া জমজম ইসলামিয়া ক্লিনিকে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথবাহিনীর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদী।

অভিযান চলাকালে প্রমাণ পাওয়া যায় যে, উক্ত ক্লিনিকটি কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল।

এছাড়াও ক্লিনিকটিতে মারাত্মক অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিভিন্ন দিক পরিলক্ষিত হয়।

পরে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি মেডিকেল ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের এই সমন্বিত অভিযান সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর