মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

আপডেট: June 24, 2025 |
inbound1838380254627270120
print news

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মব ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাবেক সিইসি নুরুল হুদার মবকাণ্ডে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হচ্ছে। আমরা মব অ্যালাউ করছি না। এর আগেও মবের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি।’

ডিএমপি কমিশনার বলেন, ‘মব জাস্টিসের দু-একটি ঘটনায় পুলিশের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তিন মাস, চার মাস আগে যে পরিমাণ মবের ঘটনা ছিল এখন তেমন নেই।’

শেখ সাজ্জাত আলী আরও বলেন, ‘কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব এবং আমরা তাদেরকে ধরব। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার এখতিয়ার রাখে না।’

চাঁদাবাজির এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজির অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আদাবর থানায় একটি চাঁদাবাজির ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং গ্রেপ্তারও করেছি।

জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতা ও ডিএমপির ডিআরএসপি প্রকল্পের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দশ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

Share Now

এই বিভাগের আরও খবর