ঢাবিতে রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট: June 25, 2025 |
inbound1206234374874586771
print news

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে দশটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় এখনো কাউকে চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় আশপাশে অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী জানান, এক অজ্ঞাত ব্যক্তি ঘাসের ওপর কিছু একটা ছুড়ে ফেলে দ্রুত সরে যায়। এরপরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, “সম্ভবত এটি হাতবোমা বা বড় আকারের কোনো পটকা ছিল। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গেছে।”

তিনি আরও জানান, খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা খুঁজে বের করতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন এক বিবৃতিতে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও বিচারের দাবি জানিয়েছে। এ ঘটনার প্রতিবাদে সংগঠনটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “যারা ডাকসুকে বানচাল করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জাতিকে নেতৃত্বহীন করতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে।”

এর আগে, সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দলের ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাটসহ ছয় কর্মী আহত হন বলে দাবি করেছে এনসিপি।

Share Now

এই বিভাগের আরও খবর