আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ, ৩০ জনের সম্পৃক্ততা চিহ্নিত


জুলাই অভ্যুত্থানকালে শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের হাতে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।
তদন্তে আবু সাঈদের হত্যাকাণ্ডে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। আজই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির তদন্ত শেষ করার জন্য আরও এক মাস সময় বৃদ্ধি করে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করে ১৪ জুলাই। একইসঙ্গে চার আসামিকে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ।