শিবগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, বাঁধা দেওয়ায় শিক্ষককে মারপিট

আপডেট: June 29, 2025 |
inbound6827489688457622523
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রেম নিবেদন ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণীর ছাত্রীকে হেনস্তা করে অপহরণের চেষ্টা।

এর প্রতিবাদ করাই শাকিরুল নামে এক প্রাইভেট শিক্ষকে বেধরক পিটিয়ে আহত করেছে রাকিবের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা।

২৮ জুন (শনিবার) সকালে বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বরকতিয়া ঈদগাহ মাঠের সামনে এই ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় শনিবার দুপুরে রাকিবসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা রাবেয়া বেগম।

অভিযুক্তরা হলেন পৌর এলাকার রাঙ্গামাটি গ্রামের মৃত এরশাদের ছেলে রাকিব, জিন্নার ছেলে অপূর্ব, জহুর মিয়ার ছেলে অন্তর, জহুরুলের ছেলে রিদয়, মাসুদের ছেলে নাহিদ, আসাদের ছেলে আজম, অর্জুনপুর গ্রামের সাইফুলের ছেলে মেহেদি, সুলতানপুর আশরাফুলের ছেলে খায়ের।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার বাসিন্দা রিয়া মুনি স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

বেশ কিছুদিন ধরে একই এলাকার বখাটে কিশোর গ্যাং এর সদস্য রাকিব তাকে উত্ত্যক্ত করে আসছিল। সে রিয়া মুনিকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়।

রিয়া মুনি তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে নানান ভাবে হেনস্তা করতে থাকে।

ঘটনারদিন রিয়া প্রাইভেট পড়তে যাওয়ার পথে শিবগঞ্জ বরকতিয়া ঈদগাহ মাঠের সামনে থেকে রাকিব তার সহযোগীর মিলে রিয়া মুনিকে একা পেয়ে পথরোধ করে জোর করে সিএনজিতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এই সময় প্রাইভেট শিক্ষক শাকিরুল বাঁধা দিলে তাকে হকিষ্টিক দিয়ে বেধরক মারপিট করে।এর একপ্রর্য়ায়ে তাকে বার্মিজ চাকু দিয়ে অঘাত করে।

শিক্ষক শাকিরুলের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে রাকিব গংরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে আহত অবস্থা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসা জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী ছাত্রীর বড় আব্বা মুকুল হোসেন বলেন এর আগেও গত শুক্রবার রিপনসহ তার সহযোগীরা বাড়ি থেকে রিয়াকে অপহরণের চেষ্টা করলে তখন এলাকাবাসী ধাওয়া দিলে দুজনকে আটক করা হয়।

পরে অভিভাবকেরা এসে এরকম ঘটনা পুনরাবৃত্তি হবে না এই আশ্বাস দিয়ে তাদেরকে নিয়ে যায়।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর