অবশেষে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করল সরকার

আপডেট: June 29, 2025 |
inbound4619298042218920236
print news

৮ আগস্ট কোনো বিশেষ দিবস হিসেবে পালিত হবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ রোববার এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন হয়। তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

একই পরিপত্রে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়, যেদিন পুলিশের গুলিতে রংপুরে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

তবে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণাকে ঘিরে আপত্তি তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় তিন নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন। তাদের আপত্তি আমলে নিয়েই উপদেষ্টা পরিষদ ৮ আগস্টকে দিবস হিসেবে বাতিলের সিদ্ধান্ত নেয়।

ফলে ৮ আগস্ট এখন থেকে আর কোনো বিশেষ দিবস হিসেবে পালিত হবে না, তবে ৫ আগস্ট ও ১৬ জুলাই যথাক্রমে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে বলে জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর