বগুড়ায় চুরি হওয়া গরু উদ্ধারসহ গ্রেফতার ০১

আপডেট: July 1, 2025 |
inbound4722186486668357980
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ।

একই সঙ্গে গরু চুরির অভিযোগে মোঃ সোহেল (৩২) নামের এক চোরকে গ্রেফতার করা হয়েছে।

১লা জুলাই (মঙ্গলবার) গভীর রাতে বগুড়া জেলার ধনুট উপজেলাধীন শৈলমারী গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া গাভী উদ্ধারসহ মোঃ সোহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল উপজপলার আমরুল ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের মোঃ আজাদুল রহমান এর ছেলে।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে,গত ২৪ জুন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নগর আমরুল উত্তরপাড়া গ্রামের মোঃ আব্দুস সাত্তার তার তিনটি গরু প্রতিবেশী মোঃ রফিকুল ইসলাম এর পরিত্যক্ত ভুট্টা খেতে ঘাস খাওয়াতে দিয়ে বাড়ি ফেরেন।

পরে দুপুর অনুনিক ১টার দিকে গরু আনতে গিয়ে আব্দুস সাত্তার দেখেন, তার একটি কালো রঙের গাভী চুরি হয়ে গেছে।

এ ঘটনায়,ভুক্তভোগী আব্দুস সাত্তার শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের পরপরই থানা পুলিশের একটি দল তদন্ত ও অভিযান শুরু করে।

শাজাহানপুর থানার এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায়,মঙ্গলবার গভীর রাতে ধনুট উপজেলার শৈলমারী গ্রোম থেকে চোর সোহেলকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চুরি হওয়া গাভীটি উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলামের নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানতে আানতে চাইলে তিনি জানান,চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি হোহেলকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর