যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

আপডেট: July 1, 2025 |
inbound394426179285813311
print news

যশোরে নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলার কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—প্রকৌশলী মিজানুর রহমান (কুষ্টিয়া), প্রকৌশলী আজিজুল ইসলাম (দিনাজপুর) এবং নির্মাণশ্রমিক নুরু হোসেন (চাঁপাইনবাবগঞ্জ)। তারা বিল্ডিং ফর ফরচুন লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির হয়ে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সার্কিট হাউজ রোডের পাশে একটি দশতলা ভবনের নির্মাণকাজ চলছিল। হঠাৎ করে পঞ্চম তলার একটি কার্নিশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “আমি ঘটনাস্থলে রয়েছি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবন নির্মাণে নিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Share Now

এই বিভাগের আরও খবর