৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আপডেট: July 2, 2025 |
inbound9132269892453738596
print news

দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এই ঝড়ের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝড়ের গতিবেগ থাকবে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে। এ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়ো হাওয়ার প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার জনজীবনে সাময়িকভাবে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। নদী ও উপকূলবর্তী এলাকায় অবস্থানরত ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী সময়ে আরও সতর্কবার্তা জারি করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর