সুযোগ পাওয়া থেকেও জায়গা ধরে রাখা কঠিন : সাইফউদ্দিন

আপডেট: July 7, 2025 |
boishakhinews 12
print news

প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাকে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৭ জুলাই) দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অলরাউন্ডার। দলের সঙ্গে সংযুক্তির পর সাইফউদ্দিন জানিয়ে দিলেন অলরাউন্ডারের প্রয়োজনীয়তা।

দ্বিতীয় ওয়ানডেতে পেসার তানজীম হাসান সাকিবের ক্যামিও ইনিংস প্রসঙ্গের সঙ্গে ইংল্যান্ড দলের উদাহরণও টেনেছেন সাইফউদ্দিন।

 

“তানজিম সাকিবের গত ম্যাচের ব্যাটিং দেখেন, তার ছোটো একটি ক্যামিও বাংলাদেশ দলের কাজে লেগেছে। আপনি যদি দেখেন ইংল্যান্ড দলে ২-৩ জন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে তত দলের জন্য ভালো, দেশের জন্য ভালো।’’

দলে আসা-যাওয়ার মধ্যে থাকা সাইফউদ্দিনের অন্যতম বাধা ইনজুরি। তার মতে সুযোগ পাওয়া থেকেও জায়গা ধরে রাখা কঠিন।

“প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনারা জানেন। ১৩ মাস পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গা পাওয়াটা অনেক কঠিন। সেই চেষ্টাই থাকবে। যেহেতু কয়েকটি ক্যাম্প করেছি মিরপুর এবং চিটাগংয়ে। চেষ্টা করেছি ভালো করার। সুযোগ অবশ্যই ক্রিকেটারদের জন্য কাজে আসে।’’ -বলেছেন সাইফউদ্দিন।

১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি হবে ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও কলম্বোতে। একাদশে সুযোগ পেলে ব্যাটে বলে নিজের সেরাটা দিতে চান এই অলরাউন্ডার।

“আমি অবশ্যই চেষ্টা করব ভালো করার; সেটা ব্যাটিং হোক, বোলিং হোক। আরো যারা পেস বোলিং অলরাউন্ডার আছে ওরা ব্যাটিংয়ে ভালো করতে পারে। এটা দলের জন্য ভালো হবে।’’

Share Now

এই বিভাগের আরও খবর