ধুনটে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট: July 9, 2025 |
inbound7561454005032318506
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ করা মামকায় আবু সাঈদ (৩২) নামের এক অটোভ্যান চালককে গ্রেফতার করেছে পুলিশ।

৭ জুলাই (রোববার) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর ১টার ধনুট থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ধনুট উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের স্ত্রী (২৫) প্রায় ৬মাস আগে আবু সাঈদের অটোভ্যানের যাত্রী হয়ে স্হানীয় বাজারে যায়।

সেই দিন থেকেই দিনমজুরের স্ত্রীর ওপর কু-দৃষ্টি পড়ে আবু সাঈদের।এর একপর আবু সাঈদ প্রায়ই ওই গৃহবধূকে কূপ্রস্তাব দেয়।

কিন্তু তার প্রস্তাবে রাজি হয়নি ওই গৃহবধূ। এ অবস্থায় কয়েক দিন আগে গৃহবধূর স্বামী টাঙ্গাইল জেলায় শ্রমিকের কাজ করতে যায়।

তখন ওই গৃহবধূ স্বামীর বাড়িতে একা অবস্থান করতে থাকে।

সুযোগ সন্ধানী অটোভ্যান চালক ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে গত ২৭ জুন রাত ১টায় আবু সাঈদ কৌশলে ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে খাটের ওপর ঘুমন্তু গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছিলে আবু সাঈদ কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে ০৭ জুলাই (সোমবার) দুপুরে আবু সাঈদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধনুট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, প্রাথনিক তদগন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এর আগেও আবু সাঈদ একই কৌশলে আরো অনেক নারীর সর্বনাশ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর