বগুড়ায় ২২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: July 9, 2025 |
inbound2562585909401495524
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযানে ২২ (বাইশ) বোতল ফেনসিডিল সহ রেজাউল করিম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷

গ্রেফতারকৃত,মাদক ব্যবসায়ী রেজাউল করিম নওগাঁ জেলার চকতাতারু হাজির আমবাগান গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, ০৮জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে মোকামতলা ইউনিয়নের মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি গাড়িসহ বিভিন্ন যানবাহন তল্লাশীর সময় ২২ বোতল ফেন্সিডিলসহ রেজাউল করিমকে আসামিক গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগে আরও ১০টি মামলা আছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান এক, প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে
মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর