অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ দল

আপডেট: July 10, 2025 |
boishakhinews 21
print news

অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে গত বছরে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। চলতি বছরে হাই পারফরম্যান্সের জায়গায় ‘এ’ দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১১ দল নিয়ে আগামী আগস্টে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ‘এ’ দল ছাড়াও টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে খেলবে পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স। যদিও সবার সঙ্গে সবার খেলার সুযোগ নেই। গ্রুপ পর্বে প্রতিটি দলই ৬টি করে ম্যাচ খেলবে। বিসিবি’র প্রতিনিধিরা খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান শাহীনস, নেপাল, পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, মেলবোর্ন স্টারস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। আগামী ১৪ই আগস্টে পর্দা উঠবে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ১৬ই আগস্ট বাংলাদেশের খেলা নেপালের বিপক্ষে। পরদিন অর্থাৎ ১৭ই আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ বিগ ব্যাশের পার্থ স্কচার্স। ১৯শে আগস্ট বাংলাদেশের ম্যাচ স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের সঙ্গে। ২১শে আগস্ট বিগ ব্যাশের আরেক দল মেলবোর্ন স্টারস। বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা)। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ?দুইটায় খেলতে নামবে তারা। পয়েন্ট টেবিলের সেরা চার দল সুযোগ পাবে সেমিফাইনালে। সেরা চার পেরিয়ে আসা সেরা দুই দল ফাইনাল খেলবে ২৪শে আগস্ট।

Share Now

এই বিভাগের আরও খবর