বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ০৩

আপডেট: July 11, 2025 |
inbound2044000460722333789
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলাায় মাদক ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

০৯ জুলাই (বুধবার) দিবাগত রাতে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় স্কুল মাঠে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই তিনজন মাদক ব্যবসায়ী হলেন- বগুড়ার কাহালু উপজেলার পাইকড় গ্রামের মৃত-পুটু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক(৪৩), একই গ্রামের মৃত-ফারাজ হাসান এর ছেলে মোঃ ফারুক হাসান(২৩) এবং উপজেলার শিকড় গ্রামের মোজাম্মেলের ছেলে মোঃ হারুন(৪০)।

গ্রেফতারের সময় তারূের কাছ থেকে একটি বার্মিজ চাকু, একটি রামদা,তিনটি হাসুয়া,একটি চাপাতি,১০০ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পরে সেনাবাহিনী তাদেরকে কাহালু থানায় হস্তান্তর করে।

কাহালু থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর