বগুড়ায় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: July 11, 2025 |
inbound6470073092898020455
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদ্রাসা শিক্ষা শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

১০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে জেলা প্রশাসন বগুড়া ও জেলা শিক্ষা অফিস বগুড়ার আয়োজনে মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার বগুড়ার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মহাস্থান শাহ সুলতান বলখি (রহ:) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দীক, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ ইসমাইল হোসেন, অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, অধ্যক্ষ ইউসুফ আলী, অধ্যক্ষ রোস্তম আলী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আমানুল্লাহ, অধ্যক্ষ আব্দুল জাব্বার, অধ্যক্ষ নুরুল আলম, অধ্যক্ষ আব্দুল মোমিন, অধ্যক্ষ রেজাউল বারী, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, প্রভাষক ড. আব্দুল বারী ও প্রভাষক ড. আবু সালেহ।

প্রধান অতিথি বলেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সরকার মাদরাসা শিক্ষাকে কুক্ষিগত করে। শিক্ষকদের বেতন কাঠামো থেকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে।

বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন,ছাত্রজনতা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ দিয়েছে।

তাদের আত্মদানকে সমন্নোত রাখতে হলে অবশ্যই শিক্ষকদের শিক্ষার কারিগর হতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে মাদরাসার শিক্ষদের এগিয়ে আসতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর