বর্ষসেরা ফুটবলারের দৌড়ে পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে

আপডেট: July 11, 2025 |
boishakhinews 31
print news
প্যারিসে জমকালো আয়োজনের মাধ্যমে প্রতিবছরের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি দেওয়া হয় ব্যালন ডি’অর-এর মাধ্যমে। এবার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সবার আগে আছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

পিএসজির হয়ে ইউরোপীয় ট্রেবলসহ ঘরোয়া শিল্ড জয়ের মধ্য দিয়ে ইতিমধ্যে চারটি শিরোপা নিশ্চিত করে ফেলেছেন এই মুসলিম খেলোয়াড়। আছেন ক্লাব বিশ্বকাপ জয়ের কাছে।

 ২০২৪-২৫ মৌসুমে মোট গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার ঝুলিতে সংগ্রহ ৪৯ (৩৫ গোল, ১৪ অ্যাসিস্ট)। যা এখন পর্যন্ত তার সেরা ক্যারিয়ার রেকর্ড।আর এর পরে যার নাম আসবে তিনি বার্সার ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামাল। বার্সার হয়ে দারুণ পারফর্ম করে জিতেছেন ঘরোয়া ট্রেবল।

 ২০২৪-২৫ মৌসুমে পুরো মৌসুমে কাতালানদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট মিলিয়ে ৪৩ গোলে অবদান রাখেন এই মুসলিম খেলোয়াড়।মোহাম্মদ সালাহও আছেন সেরার তালিকায়। ৩৪ গোলের সঙ্গে ২৩ অ্যাসিস্টে ৫৭ গোলে অবদান রেখে দলকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ।

তাই সবকিছু ঠিক থাকলে ইতিহাসে তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর পুরস্কার উঠতে যাচ্ছে মুসলিম খেলোয়াড়ের হাতে।

এর আগে মুসলিম খেলোয়াড় হিসেবে দুই জন জিতেছিলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। 

২০২১-২২ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে ৫০ গোল ও ১৬টি অ্যাসিস্ট করে ব্যালন ডি’অর জিতেছিলেন করিম বেনজেমা। সেই সঙ্গে জেতেন চারটি শিরোপা— রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপার কাপ এবং ফ্রান্সের হয়ে উয়েফা নেশন্স লিগ।

এর মধ্য দিয়ে করিম বেনজেমা হয়ে উঠেন গত দুই দশকে ব্যালন ডি’অর জয়ী প্রথম মুসলিম খেলোয়াড়। এর আগে ১৯৯৮ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন আরেক ফরাসি কিংবদন্তি, জিনেদিন জিদান।

 

 

Share Now

এই বিভাগের আরও খবর