শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে জয়ের শুভসূচনা বাংলাদেশের মেয়েদের

আপডেট: July 11, 2025 |
boishakhinews 33
print news

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত শ্রীলঙ্কাকেপারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে জয়ে শুভসূচনা করেছে স্বাগতিক মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মাৎ সাগরিকা।

সাগরিকার পাশাপাশি জোড়া গোল করেছেন মুনকি আক্তার।

একটি করে গোল করেন স্বপ্না রানী, শিখা আক্তার, রুপা আক্তার ও শান্তি মার্ডি।
খেলার দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। এরপর ৫ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। প্রথমার্ধে আরো একাধিক আক্রমণ শানালেও গোলের দেখা মেলেনি, তবে ৩৭তম মিনিটে সাগরিকার গোলে ৩-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

যদিও প্রথমার্ধে অফসাইডের কারণে বাতিল হয় আরো দুটি গোল।
বিরতির পর বাংলাদেশের মেয়েরা আক্রমণের ধার আরও বাড়িয়ে তোলে। ৪৮ মিনিটে মুনকির দ্বিতীয় গোলের পর ৫০ মিনিটে শিখার গোলে হয় ৫-০। এরপর ৫৩ ও ৫৮ মিনিটে দুটি দারুণ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা।

৮৫ মিনিটে রুপা আক্তার ও ৯০ মিনিটে শান্তি মার্ডির গোলে স্কোর দাঁড়ায় ৯-১। শ্রীলঙ্কা ইনজুরি টাইমে একটি সান্ত্বনার গোল পেলেও ব্যবধান কমাতে পারেনি।
বাংলাদেশের সামনে এখন গ্রুপ পর্বের বাকি পাঁচটি ম্যাচ। ১৩ জুলাই তারা মুখোমুখি হবে নেপালের, এরপর ১৫ ও ১৭ জুলাই খেলবে ভুটানের বিপক্ষে। ১৯ জুলাই দ্বিতীয়বার লঙ্কানদের মুখোমুখি হওয়ার পর, ২১ জুলাই আবারও নেপালের বিপক্ষে মাঠে নামবে মেয়েরা।

Share Now

এই বিভাগের আরও খবর