বগুড়ায় আসামী ধরতে গিয়ে হামলার দুই পুলিশ সদস্য আহত, গ্রেফতার ০১


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুটে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এসময় তাদেরকে বেদম পিটিয়ে আহত করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় বগুড়া জেলার ধনুট থানাধীন গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শিউলি বেগম(৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শিউলি বেগম উপজেলার গুয়াডহরী গ্রামের মৃত-জহুরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার(১০ জুলাই) বিকেলে ধনুট থানাধীন গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহুরী গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী অসীম (৩০)-কে গ্রেফতারের জন্য এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক তার বসবাড়ীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে আসামী অসীমকে আটক করে হাতে হ্যান্ডকাপ পড়ানোর সময় তার মা শিউলী বেগম লাঠি দিয়ে এএসআই আশারাফুল ইসলামকে আঘাত করতে থাকেন।
পরে শিউলী লাঠি ফেলে দিয়ে শাবল নিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যার উদ্যেশে আঘাত করার চেষ্টা করলে কনস্টেবল তা কেড়ে নেয়।
এরপর অসীমের স্ত্রী সোহানা খাতুন ঘরের ভিতরে থাকা কাঁচি দিয়ে এএসআই আশারাফুলের হাতে কোপ দেয়।
পরবর্তীতে আসামী আসীমও পুলিশ সদস্যদের উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে এবং তার মা শিউলী ও স্ত্রী সোহানাও তাদেরকে লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন।
একপর্যায়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আসামী অসীম পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে।
এঘটনায় ঘটনাস্থল থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ। পরে আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান,এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।