‘মব জাস্টিস’ সরকার কোনোভাবেই বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট: July 12, 2025 |
inbound912625606853204173
print news

পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করে না এবং মব জাস্টিসের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।’

তিনি জানান, গত তিন-চার মাসে যেখানে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, সেখান থেকে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতেও কোনো আসামিকে ছাড় দেয়া হবে না।

শনিবার (১২ জুলাই) সাভার উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ গাছের চারা রোপণের উদ্বোধন শেষে রিজওয়ানা এসব কথা বলেন।

তিনি মধুমতি মডেল টাউন নিয়ে বলেন, ‘বিজিএমই ভবন অনেক দিন ধরে অবস্থান করছিল, আদালতের রায়ের পরও উচ্ছেদে সময় লেগেছে। তবে অবৈধ কিছু বৈধ করার সুযোগ নেই।’ তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে।

সাভারের ইটভাটার দূষণ বন্ধে জোরালো অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। ১১ মাসে যতটুকু সম্ভব কাজ সম্পন্ন করা হয়েছে।

বেশিরভাগ ইটভাটার লাইসেন্স আগামী কয়েক মাসে মেয়াদ শেষ হবে এবং সেইগুলো আর নবায়ন করা হবে না। বর্তমানে মাত্র ৬-৮টি বৈধ ইটভাটা অবশিষ্ট রয়েছে, সেগুলো নিয়েও ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ও সাভার উপজেলার স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর