আমার মনে হয়, খেলাটাকে এখনো আমি ভালোবাসি : সাকিব আল হাসান।


স্বীকৃত ক্রিকেটে ফিরে আবার আলোচনায় সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের সুপারস্টার খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ফিফটি ও বল হাতে ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন সাকিব। পরের দুই ম্যাচে সাকিব অবশ্য জ্বলে উঠতে পারেননি।
প্রথম ম্যাচে চনমনে সাকিবের উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে। সেই থেকে আবার সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে সাকিবের অবস্থান কী তা জানা যায়নি। তবে, ক্রিকেটের ২২ গজে যতদিন উপভোগ করবেন, ততদিন খেলা চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন তিনি।
৩৮ বছর পেরোনো সাকিব মাঠে নেমে পারফর্ম করার পেছনের কারণ জানাতে গিয়ে বলেছেন, ‘‘আমার মনে হয়, খেলাটাকে এখনো আমি ভালোবাসি। ঠিক যেমন আমি অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম। আমি এখনো খেলাটাকে খুবই উপভোগ করি। আমি মনে করি, এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব, ততদিনই আমি খেলে যাব।”
সোমবার (১৪ জুলাই) দুবাই ক্যাপিটালস নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে। সাকিব ছিলেন বিবর্ণ। বোলিংয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে করেন মাত্র ৪ রান।
নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, “আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার, যেটা আমি যেকোনো সময় করতে পারি। একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্রে, যদি দল ভাল শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভাল শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে, যাতে ভালো সংগ্রহ পাই।”