ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেফতার

আপডেট: July 15, 2025 |
inbound7152933789734342459 1
print news

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের চত্বরে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে প্রকাশ্যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পূর্বপরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েকজন যুবক সোহাগকে দুপুরে ডেকে নেয়।

পরে সন্ধ্যায় তাকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। হত্যার সময় সোহাগকে বিবস্ত্র করে উপর থেকে লাফিয়ে আঘাত করা হয়, যা রাস্তায় থাকা লোকজনের চোখের সামনেই ঘটেছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোহাগ ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুরোনো তামার তার, অ্যালুমিনিয়াম শিটসহ বিভিন্ন স্ক্র্যাপ মালামাল কেনাবেচা করতেন তিনি।

একসময় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে ও ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার কোতোয়ালি থানায় সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর