দেশসেরা নিবিড় কর্মকারকে জেলা পুলিশ সুপারের সংবর্ধনা

আপডেট: July 17, 2025 |
inbound8618720984416451525
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চলতি বছরের এসএসসি-২০২৫ এর পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় নিবিড় কর্মকারকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৬ জুলাই (বুধবার) দুপুর ২.৩০ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়,চট্টগ্রামে দেশসেরা নিবিড় কর্মকার এবং তার মা-বাবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।

পুলিশ সুপার নিবিড় কর্মকার এবং তার মা-বাবাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ।

এ সময় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিবিড় কর্মকার এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যতিক্রমী ফলাফলের জন্য আলোচনায় আসে।

তাঁর প্রাপ্ত নম্বর ছিল ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ নম্বর। যার ফলে নিবিড় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে।

Share Now

এই বিভাগের আরও খবর