বগুড়ায় যুবলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

আপডেট: July 18, 2025 |
inbound4628388116385910350
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর থানায় ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুর ও খাদাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই দুইজন হলেন-শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের যুবগীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী(৪৫) একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিলন (৪৩)।

তারা একই ইউনিয়নের বাসিন্দা। মিজানুর রহমান মিলনের বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে।২০১৫ সালের ১৩ আগস্ট শাজাহানপুর থানায় দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে দন্ডবিধির ১৪টি ধারায় অভিযোগ করা হয়।

তাঁদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় দায়ের হওয়া মামলার নম্বর ১৭,তারিখ ৮ মার্চ ২০২৫। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

শাজাহানপুর থানার অফিসর ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম শফিক জানান,তদন্তে উক্ত মামলায় তাঁদের সংশ্লিষ্টতা পাওয়ার পর দীর্ঘদিন পালাতক থাকায় তাঁদের গ্রেফতারে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর