টেস্ট ক্রিকেটকে দুইটি স্তরে ভাগ করার প্রস্তাব আইসিসির

আপডেট: July 18, 2025 |
boishakhinews 59
print news

বিশ্ব ক্রিকেটে এক নতুন মোড় নিতে চলেছে টেস্ট ফরম্যাট। এমন ইঙ্গিত মিলেছে সিঙ্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায়। চার দিনব্যাপী এই সম্মেলনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব: টেস্ট ক্রিকেটকে দুইটি স্তরে ভাগ করা।

এই প্রস্তাব অনুযায়ী, আইসিসির পূর্ণ সদস্য ১২টি দলকে দুটি ভাগে ভাগ করা হতে পারে। প্রথম স্তরে থাকবে শীর্ষ ৬ দল, দ্বিতীয় স্তরে থাকবে বাকি ৬টি দল। ফলে র‌্যাংকিংয়ের হিসেবে বাংলাদেশের জায়গা হতে পারে দ্বিতীয় স্তরে, যেখানে প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো দল।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, এই প্রস্তাব ইতিমধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমর্থন পেয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ‘২০২৫–২৭’ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে, ২০২৭–২৯ চক্র থেকেই শুরু হতে পারে নতুন এই দ্বি-স্তর পদ্ধতি।

 

এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, এই পরিকল্পনা প্রথম আলোচনায় আসে মাস কয়েক আগে জিম্বাবুয়েতে আইসিসির এক সভায়। সেসময় আর্থিক ও ক্রীড়াগত দিক বিশ্লেষণের জন্য বিষয়টি স্থগিত রাখা হয়। এবার সিঙ্গাপুরের সভায় তা আনুষ্ঠানিকভাবে উত্থাপন ও ভোটাভুটির মাধ্যমে অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ধরনের কাঠামোতে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকার মতো দলগুলোর আপত্তি থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে আইসিসির নবীন সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ড সম্ভবত দ্বি-স্তর প্রস্তাবের প্রতি আগ্রহী থাকবে।

আইসিসির এই সম্মেলনে শুধুমাত্র টেস্ট কাঠামো নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসতে পারে:

> ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে দল সংখ্যা বাড়িয়ে ২৪ করার আলোচনা চলছে।
> পূর্ব তিমুরকে প্রথমবারের মতো আইসিসির সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে।
> জাম্বিয়ার ওপর দেওয়া ছয় বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত আসতে পারে।
> ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণকারী ৬টি দেশের নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ হতে পারে। এখানেও র‌্যাংকিংয়ের ভিত্তিতে দল বাছাইয়ের কথা ভাবা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র স্বাগতিক হওয়ায় তাদের সরাসরি অন্তর্ভুক্তি নিয়েও রয়েছে আলোচনা।

 

উল্লেখ্য, এবারের সভায় প্রথমবারের মতো আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ সভাপতিত্ব করছেন, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অংশ নিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর