এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি


জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) রোববারের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামের বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকাজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, আর হোটেলে এনসিপি নেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড।
পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ ও কক্সবাজারে সাম্প্রতিক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ানো হয়েছে সতর্কতা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে ‘মোটেল সৈকত’-এ শনিবার রাতযাপন করছেন এনসিপির শীর্ষ নেতারা।
বিকেলে সেখানে ডগ স্কোয়াড দিয়ে দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালায় নগর পুলিশের একটি বিশেষ দল। যে তিনটি ফ্লোরে নেতারা অবস্থান করবেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে ও নেতাদের চলাচলের পথেও কঠোর নজরদারি থাকবে। রোববার সকালে এনসিপির নেতারা রওনা হবেন রাঙামাটির উদ্দেশ্যে, সেখান থেকে কাপ্তাই হয়ে বিপ্লব উদ্যানে অনুষ্ঠিতব্য সমাবেশে অংশ নেবেন।
চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। হোটেল সুইপিং করা হয়েছে, এবং বাড়তি পুলিশ মোতায়েন থাকবে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে।”
তথ্যসূত্র : দ্য ডেইলি স্টার