আগামী ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ

আপডেট: July 20, 2025 |
inbound6180318224322672401
print news

উচ্চকক্ষ (সেনেট বা দ্বিতীয় কক্ষ) সংক্রান্ত বিষয়ে আগামী দুই-তিন দিনের মধ্যেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

রোববার (২০ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ জানান, কমিশন ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সনদ প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে এবং ইতোমধ্যে বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উচ্চকক্ষের বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত দেয়া যাবে।”

কমিশনের সহ-সভাপতি আরও জানান, আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত বিধান নিয়েও আলোচনা হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে জানিয়ে তিনি বলেন, কমিশনের নিজস্ব প্রস্তাবসহ সেগুলোর আলোচনার ভিত্তিতে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া সম্ভব হবে।

Share Now

এই বিভাগের আরও খবর