বার্ন ইনস্টিটিউট: গুরুতর ৩০ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট: July 23, 2025 |
inbound1611723607673984361
print news

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ৩টায় বার্ন ইনস্টিটিউটে এক জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, “জাতীয় বার্ন ইউনিটে বর্তমানে ৪২ জন ভর্তি আছেন। এর মধ্যে ৩০ জন গুরুতর। ১০ জনের অবস্থা অত্যন্ত শোচনীয়। বাকিদের মধ্যে ১০ জন শঙ্কামুক্ত ও ২ জনকে কেবিনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।”

অধ্যাপক সায়েদুর আরও জানান, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। তাদের মধ্যে ছয়জনের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। “চারটি পরিবার দাবি করেছে, মরদেহ তাদের, কিন্তু চূড়ান্ত শনাক্তকরণে ডিএনএ টেস্টের প্রয়োজন,” বলেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম আজই ঢাকায় পৌঁছাবে। তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর