হাতীবান্ধায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা

আপডেট: July 24, 2025 |
inbound5593224100761009109
print news

রেজাউল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধি: “রংপুরে বাল্যবিবাহ বন্ধে আইন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩) জুলাই দুপুরে  উপজেলার গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান, যার মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের ক্ষমতায়ন।

কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (KOICA) এর সহায়তায় কর্মসূচি টি আরডিআরএস বাংলাদেশ-এর ‘জননী প্রকল্প’।

এই কার্যক্রম বাংলাদেশের বাল্যবিবাহ নিরসনে ২০১৮-২০৩০ পর্যন্ত ঘোষিত ১০ বছরব্যাপী জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে কিশোরী গর্ভাবস্থার স্বাস্থ্য ঝুঁকি, শিক্ষা বিনিয়োগের সুফল এবং বাল্যবিবাহ সংক্রান্ত বর্তমান আইন সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও, কীভাবে স্থানীয় জনগণ বাল্যবিবাহ প্রতিরোধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে, সে সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মিডিয়ার কার্যকর ভূমিকা ও স্থানীয় অংশীদারদের সম্মিলিত উদ্যোগই পারে এই সামাজিক ব্যাধিকে নির্মূল করতে।

এই সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরা এবং একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মনা,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম মিঞা, উপজেলা নির্বাহী অফিসার হাতীবান্ধা
মোছা: নাছিমা পারভীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা , উপজেলা একাডেমিক সুপারভাইজার, বিবাহ নিবন্ধক, ইমাম, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও কিশোর-কিশোরীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর