লঘুচাপের আভাস, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আপডেট: July 24, 2025 |
inbound6985307924290243812
print news

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩০ জুলাই (বুধবার) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় ভ্যাপসা গরমও বেড়ে যেতে পারে।

গত বুধবার (২৩ জুলাই) দেশের ছয়টি বিভাগজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের (২৪ জুলাই) পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময় আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল থাকবে এবং নদীপথে চলাচল, কৃষিকাজ ও শহরাঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর