টি টোয়েন্টির শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ – পাকিস্তান

আপডেট: July 24, 2025 |
boishakhinews 82
print news

 

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৭৩/৫ (১৯ ওভারে)

 

একাদশে সুযোগ পাওয়া হুসেন তালাত বড় কিছু করতে পারলেন না। অবদান রাখার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ৪ বলে ১ রানে থেমে যায় তার ইনিংস।

পেসার সাইফ উদ্দিনের বল উইকেট থেকে সরে কাট করতে গিয়ে লিটনের হাতে ক‌্যাচ দেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। পাকিস্তান ৫ বলের ব‌্যবধানে হারাল দ্বিতীয় উইকেট।

 

১৩২ রানে নেই তাদের ৫ উইকেট। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান মোহাম্মদ নওয়াজ।

ঝড় তুলে আউট হাসান:
ক্রিজে নেমে বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলছিলেন হাসান নওয়াজ। পাকিস্তান বড় রানের জন‌্য তার দিকে তাকিয়ে ছিল। বাংলাদেশের লক্ষ‌্য ছিল তাকে ফেরানোর। সেই পরিকল্পনায় সফল বাংলাদেশ। তবে হাসান ঝড় তুলেছেন ঠিকই।

পেসার শরীফুলের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। ৪ উইকেটে পাকিস্তানের রান ১৩১।

উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান হুসেন তালাত।

এলোমেলো ব‌্যাটিংয়ে হারিস আউট:
প্রথম ম‌্যাচে ৪। পরের ম‌্যাচে শূন‌্য। শেষ টি-টোয়েন্টিতে মোহাম্মদ হারিস রান পাবেন এমনাটই প্রত‌্যাশা ছিল পাকিস্তানের। কিন্তু শেষটাতেও নিষ্প্রভ থাকলেন ডানহাতি ব‌্যাটসম‌্যান।

তাসকিনের বল উড়াতে দিয়ে থার্ড ম‌্যান অঞ্চলে ক‌্যাচ দেন হারিস। ১৪ বলে ৫ রান করে আউট হন এই ব‌্যাটসম‌্যান। পাকিস্তান তৃতীয় উইকেট হারাল ১১৫ রানে। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান সালমান মির্জা।

পাকিস্তানের একশ:
ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে দলীয় শতরান পেল পাকিস্তান। স্পিনার মাহেদীর বলে ২ রান নিয়ে দলের রান তিন অঙ্কে নিয়ে যান হাসান নওয়াজ।

নাসুমের দ্বিতীয় শিকার শাহিবজাদা:
শুরুর দিকে নিয়ন্ত্রিত শটে শাহিবজাদা রান তুললেও ফিফটির পর তেমন গতি ছিল না। বড় রানের খোঁজে এলোমেলো ব‌্যাট চালাচ্ছিলেন। তেমনই এক শট খেলতে গিয়ে এবার উইকেট হারালেন ডানহাতি ব‌্যাটসম‌্যান।

স্পিনার নাসুমের লেন্থ বল স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক‌্যাচ দেন শাহিবজাদা। দৌড়ে সামনে এসে বল তালুবন্দি করেন মাহেদী। ৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করেন তিনি। ফখরের পরিবর্তে সুযোগ পেয়ে বেশ ভালো ব‌্যাটিং করেছেন।

৯৩ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান হাসান নওয়াজ।

ব্রেক থ্রু এনে দিলেন নাসুম:
পাকিস্তানের উদ্বোধনী জুটির জবাব দিতে পারছিলেন না বাংলাদেশের বোলারদের কেউ। দুই ওপেনার শাহিবজাদা ও সাইম বাংলাদেশের বোলারদের শাসন করছিলেন কড়া হাতে। বাউন্ডারির ফোয়ারা ছুটিয়ে দ্রুত রান তুলছিলেন তারা।

রানের সেই চাকায় লাগাম টানলেন স্পিনার নাসুম। এনে দিলেন ব্রেক থ্রু। নাসুমের বল সুইপ করে ছক্কা উড়াতে চেয়েছিলেন সাইম। কিন্তু টাইমিং মেলাতে পারেননি। বল চলে যায় ডিপ মিড উইকেটে। সেখানে শামীম সহজ ক‌্যাচ নিয়ে দলকে এনে দেন প্রথম সাফল‌্য। ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করেন সাইম।

পাকিস্তান প্রথম উইকেট হারাল ৮২ রানে।

পাওয়ার প্লে’তে দারুণ পাকিস্তান:
পাওয়ার প্লে’তে পাকিস্তান ৫৭ রান তুলে উড়ন্ত সূচনা পেয়েছে। এ সময়ে ৬ চার ও ৩ ছক্কা পেয়েছে অতিথিরা। শাহিবজাদা একাই ৪ চার ও ৩ ছক্কা মেরেছেন। তাকে সঙ্গ দেওয়া সাইম মেরেছেন ২ চার। নতুন বলে বাংলাদেশের কেউই তেমন ভালো করতে পারছেন না। লাইন ও লেন্থ পেতে ধুকছেন।

পাকিস্তানের ঝড়ো শুরু:
উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে অনায়েসে রান তুলছে তারা। ৫ ওভারে তাদের রান ৪২। দলে ফেরা শাহিবজাদা ফারহান আগ্রাসী মনোভাবে রান তুলছে। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সাইব আইয়ুব। উইকেটের খোঁজে বাংলাদেশ। কে এনে দেন ব্রেক থ্রু?

টস:
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম‌্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ‌্যা ৬টায় ম‌্যাচটি শুরু হয়েছে।

বাংলাদেশের একাদশে পাঁচ পরিবর্তন:
শেষ টি-টোয়েন্টিতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশ। পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ একাদশে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ উদ্দিন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

পাকিস্তানের দুটি পরিবর্তন:
পাকিস্তানের একাদশে দুটি পরিবর্তন হয়েছে। শাহিবজাদা ফারহান ও হোসেন তালাত দলে ফিরেছেন।

পাকিস্তান একাদশ:
শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা, হাসান নওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিদ আশরাফ, আব্বাস আফ্রিদি, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

বাংলাদেশের হোয়াইটওয়াশের হাতছানি:
সিরিজে ২-০ ব‌্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিততে পারলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারবে বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সূবর্ণ সুযোগ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। গত মে-জুনে পাকিস্তান সফরে লাহোরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। হতশ্রী পারফরম‌্যান্সে ৩-০ ব‌্যবধানে সিরিজ হেরেছিল। লাহোরে নিজেদের সেই ভরাডুবি পেরিয়ে মাথা উচুঁ করে ঘরের মাঠে পারফর্ম করছে বাংলাদেশ। লাহোরের বদলা ঢাকাতে নিতে মুখিয়ে বাংলাদেশ।

এবারের সিরিজসহ বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে ১৭টি। যার ৯টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে। যেখানে ১ ম‌্যাচের সিরিজও আছে। পাকিস্তানে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলে সংখ‌্যাটা দুই অঙ্কে নিয়ে যেতে পারবে বাংলাদেশ।

Share Now

এই বিভাগের আরও খবর