ফের সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট: July 25, 2025 |
inbound264685993700239767
print news

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরেকজন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

নিহত মিল্লাত হোসেন পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছাকাছি পৌঁছান মিল্লাত ও আফছার।

তখন ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।

বিজিবি কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বাসপদুয়া সীমান্ত এলাকা চোরাকারবারি প্রবণ হিসেবে পরিচিত। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ও নিহত হওয়ার ঘটনায় বিজিবি তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানাতে বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ পাঠানো হবে বলে জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর