ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে অবৈধ সার উদ্ধার

আপডেট: July 26, 2025 |
inbound3418925224782094114
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সার উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী।

অভিযানে একটি ঘর থেকে বিপুল পরিমাণ অবৈধ সার পাওয়া যায়।

মোহাম্মদ ইসরাফিল অবৈধভাবে দীর্ঘদিন ধরে সার মজুদ করে বাজারে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে আসছিল বলে জানা যায়।

অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সারসহ মোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

আরো জানা যায়, মোহাম্মদ ইসরাফিল বস্তা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা অতিরিক্ত দামে সাধারণ কৃষকদের মাঝে সার বিক্রি করতেন।

তবে অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পড়েন মোহাম্মদ ইসরাফিল।

এবিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া ইউনিয়নের খালপাড়ায় মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৯৪৭ বস্ত সার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ১১লাখ টাকা।

তিনি আরও বলেন, অভিযানের বিষয়ে টের পেয়ে সার ব্যবসায়ী মোহাম্মদ ইসরাফিল পালিয়ে যায়। উদ্ধারকৃত সারগুলো কৃষি অফিসারের হেফাজতে রাখা হয়েছে।

আগামী রোববার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর