হাতিয়ায় জোয়ারে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

আপডেট: July 27, 2025 |
inbound6015717619151724197
print news

অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ার দেখা দিয়েছে। এতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে।

শনিবার দুপুরে জোয়ার ও জলোচ্ছ্বাসের সময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের বাইরের এলাকা পানিতে তলিয়ে গেছে, পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত দুই দিনের অস্বাভাবিক জোয়ারে তুপানিয়া, আল-আমিন গ্রাম ও নলচিরা এলাকায় প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সুখচর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়েছে। বসতঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট ও মাছের ঘের জোয়ারের পানিতে ডুবে গেছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমেছে।

নলচিরা, চরইস্বর, নিঝুম দ্বীপ এবং চরাঞ্চল—দমারচর, ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর ও মৌলভীর চরেও পানি ঢুকে পড়েছে। এইসব এলাকাগুলোর হাজারো মানুষ চরম বিপাকে রয়েছেন।

তুফানিয়া গ্রামের বাসিন্দা ইউসুফ মাঝি বলেন, “জোয়ারে বেড়িবাঁধ ভেঙে লোনা পানি ঢুকে পড়েছে। এতে আমাদের কৃষিজমি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর পাড়ে ভাঙনও ভয়াবহ হয়ে উঠছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা হুমকির মুখে পড়বে।”

পাউবো নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহী জানান, “অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে বেড়িবাঁধে ভাঙন হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।”

 

Share Now

এই বিভাগের আরও খবর