শুল্ক নিয়ে অর্থ উপদেষ্টা : যুক্তরাষ্ট্রকে ‘প্যাকেজ প্রস্তাব’ দেবে বাংলাদেশ

আপডেট: July 29, 2025 |
inbound8379156939891356910
print news

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে।’

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবে কী রয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলব না।’

চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল লিজ দেয়ার বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘প্রতীকী মূল্যে আর কাউকেই জমি বরাদ্দ দেবে না সরকার। এখন থেকে জমি কিনে নিতে হবে। তবে চট্টগ্রামের জলিল মিলের জায়গাটি সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যাপারে বৈঠকে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়। স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।’

Share Now

এই বিভাগের আরও খবর