শাহজাদপুরে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির

আপডেট: August 1, 2025 |
inbound2713659366172041285
print news

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ টানা বর্ষনে সিরাকগঞ্জের শাহজাদপুরে টানা বর্ষনে জনজীবন বওপর্যস্ত। অলস সময় পার করছে শ্রজীবী মানুষ। খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা পরেছে বিপাকে।

বৈরী আবহাওয়া আর থেমে থেমে রিমঝিম বৃষ্টি কার না ভাল লাগে। বৃষ্টির রিমঝিম শব্দ যেমন মানুষকে বিমোহীত করে। তেমনি আবার খেটে খাওয়া কর্মজীবী মানুষকে করে কর্ম থেকে উদাসীন।

বৃষ্টির কারনে শাহজাদপুর উপজোলার আনাচে কানাচে হাটবাজার গুলোতে চোখে পড়ছেনা মানুষের কোলাহল।

তবে কিছু চা এর দোকান গুলিতে চোখে পরছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের  মিলন মোলা। বৃষ্টির কারনে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা  কাজ করতে  না পারায় অলস সময় পার করছে তারা।

বিভিন্ন চায়ের দোকানে দেখা মিলছে তাদের । অলস সময় পার করতে  মোবাইল ফোনে লুডু খেলায় ব্যস্ত রয়েছে তারা। কেউবা আবার ঘরবন্দী হয়ে তাশ খেলার নেশায় ব্যাস্ত রয়েছে।

মাথায় দুশ্চিন্তা  আর পেটে ক্ষুধ থাকলেও কিছুই করার নেই তাদের। বৃষ্টিতে ভিজে কাজ করলে ঠান্ডা জ্বরে ভুগতে হয় তাদের। আবার সব কাজ বৃষ্টিতে ভিজেও করা যায়না। তারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা লুডু আর তাশ খেলার মধ্যে দিয়ে তাদের অলস সময় পার করছে।

রিমঝিম বৃষ্টি সকল মানুষের  ভাল লাগলেও সেটা আবার বেশী দিন হলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্যে হয়ে যায় কষ্টের কারন।  টানা বৃষ্টির কারনে তারা হয়ে পরে কর্মহীন।

এতে সংসারে নেমে আসে অভাব-অনটন। একজন খেটে খাওয়া শ্রমজীবী  দিন মজুর নুরনবী জানায়, বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারনে কাজ কম্য করতে পারছিনা।

সংসারে চাউল – ডাউল ও কিনতে পারছিনা। এহন টাহা পয়সা পামু কোনে। আমরা দিন দিন বিপদের মুখে পরছি।

এ ব্যাপারে শাহজাদপুরের অভীজ্ঞ মহল বলেন। অনেক বছর পরে এ রকম বর্ষন হচ্ছে  বিধায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে পরতে হচ্ছে বিপাকে।

আগের দওনগুলিতে দেখা গেছে  বর্ষা মৌসুমের জন্য মানুষ আগে থেকেই খাবার সংগ্রহ করে রাখতো। কিন্তু অনেক বছর  বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় কেউ আর খাবার মজুদ রাখে না যার করনে এবার টানা বেশ কদিন বর্ষনের কারনে তাদের পরতে হচ্ছে বিপাকে।

তবে এ ব্যাপারে তারা সরকারি সহায়তা দেওয়ার জন্যে  সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর