জয়পুরহাটে ” জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামার ভূমিকা শীর্ষক ” আলোচনা সভা ও দোয়া


জয়পুরহাট প্রতিনিধিঃ ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস -২০২৫ উপলক্ষ্যে ” জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামার ভূমিকা শীর্ষক ” আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে জেলা মডেল মসজিদ হল রুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশন এর উপ পরিচালক মাজেদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড. মামুনুর রশীদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, কেন্দ্রীয় মসজিদ এর খতিব আবুল কালাম মোঃ শরফুদ্দিন, ওলামা পরিষদের সভাপতি আল আমিন, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ মহসীন প্রমুখ।