মেরুদণ্ড আছে, এজন্যই দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশন : ইসি সচিব

আপডেট: August 4, 2025 |
inbound701579453980910922
print news

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই এটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে।”

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আখতার আহমেদের এই বক্তব্য আসে এনসিপি গতকাল রোববার নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ উল্লেখ করার প্রেক্ষিতে।

সাংবাদিকরা এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কীভাবে দাঁড়িয়ে আছি? আমি তো কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটাই কি প্রমাণ করে না যে আমাদের মেরুদণ্ড আছে?”

এ সময় তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দেশে আসবে। তাদের মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন বলে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এ তথ্য পেয়েছেন।

তিনি বলেন, “তারা প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট পর্যবেক্ষণে আসবেন। ইসির প্রস্তুতি, নির্বাচন পরিবেশ এবং প্রক্রিয়াগুলোর অবস্থা পর্যবেক্ষণ করবেন।”

সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচনকালীন রূপরেখা শিগগিরই প্রকাশ করতে পারেন। সরকার রোজার আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সুনির্দিষ্ট তফসিল ঘোষণার দাবি জানিয়ে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর