গণঅভ্যুত্থান দিবসে সারিয়াকান্দিতে শহীদ রহমত মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা


মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ছাত্র- জনতার জুলাই গণঅভ্যুত্থানের কাজলা ইউনিয়নের জামথল গ্রামের শহীদ আব্দুর রহমত মিয়ার কবরে শ্রদ্ধা জানান সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আব্দুর রহমত মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিএনপি নেতা মহিদুল ইসলাম,থানা পুলিশ সদস্যসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।