জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল

আপডেট: August 6, 2025 |
inbound2753202176667897153
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার
বিজয় মিছিল  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  বিকেলে শহরের সার্কিট হাউস মাঠ থেকে বিজয় মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে  সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা বিএনপির  সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ন আহ্বায়ক আব্দুল ওহাব,
সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র  সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন সহ ৫ টি উপজেলার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর