কুষ্টিয়ার কুমারখালীতে কবিগুরুর ৮৪তম প্রয়াণ দিবস পালিত


আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে কবি স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে জাতীয়ভাবে কোনো আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও রবীন্দ্র ভক্তরা।
এসময় স্থানীয় সাংবাদিক কে এম আর শাহীন বলেন, জন্মবার্ষিকীতে জাতীয়ভাবে আরম্বরপূর্ণ তিন দিনব্যাপী আয়োজন করা হয়ে থাকে।
তখন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দর পদচারণায় মুখরিত থাকে কুঠিবাড়ি। তবে প্রয়াণ দিবসে অনেকটায় ভাটা পড়ে থাকে। প্রয়াণ দিবসও জাতীয়ভাবে পালনের দাবি জানান তিনি।
প্রয়াণ দিবসের অন্ষ্ঠুানে সংগীত শিল্পী কুমারখালী সরকারী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লুকাইবা রশিদ আনিনা বলে, কবিগুরুর জন্মবার্ষিকীর অন্ষ্ঠুানের মতো প্রয়াণ দিবসেও গান করতে এসেছি।
তবে প্রয়াণ দিবসে থাকেনা তেমন আয়োজন। এটিও জাতীয়ভাবে পালন করা উচিৎ
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, জন্মবার্ষিকীর ন্যায় প্রয়াণ দিবসটিও জাতীয়ভাবে পালনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।