গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর : সালাহউদ্দিন

আপডেট: August 10, 2025 |
inbound3692114661089103853
print news

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর বলে গণ্য হবেন।’

রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন, ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন, তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন।’

এ সময় জুলাই বিপ্লবে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করেন তিনি।

দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে ঐকবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সংস্কারের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজন। যারা রাষ্ট্র সংস্কার করে দেশ গঠন করবেন, তাদের মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।’

Share Now

এই বিভাগের আরও খবর