রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস পালিত


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” পালিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে ইউএনও শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা মৎস্য অফিসার আব্দুল জলিল।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মৎস্যচাষী এ জেড আবু সুলতান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, মৎস্যচাষী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে ৩ জন মৎস্যচাষীকে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা স্মারক দেয়া হয়।
পরে উপজেলা পরিষদের শিবদীঘি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।