শাহজাদপুরে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আপডেট: August 21, 2025 |
inbound7713392606029370766
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে  সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুূূধবার (২০ আগষ্ট) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা ও শাহজাদপুরের গণমানুষের নেতা, প্রফেসর ড.এমএ মুহিতের নেতৃত্বে এক বিশাল আনন্দ র‍্যালী বের করা হয়।

র‍্যালীটী শাহজাদপুর প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালী শেষে সেখানে সংক্ষীপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়।

এ আলোচনাসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  শাহজাদপুরের গন মানুষের নেতা প্রফেসর ড. এম এ মুহিত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগাঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ,  পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাবেক সিনিয়র সহ- সভাপতি সাংগাঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিক চৌধুরী,সদস্য সচিব  খন্দকার মাসুদ রানা, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জি এস আল আমিন হোসেন প্রমূখ।

বক্তব্যদানকালে প্রফেসর ড. এম এ মুহিত বলেন, সেচ্ছাসেবক দলটি জনগনের সেবায় নিয়োজিত।

আগামী দিনগুলিতে আমার প্রাণের উপজেলা এই শাহজাদপুরের জনগনের সঠিক সেবা নিশ্চিৎ করবে এই সেচ্ছাসেবক দল এবং  পাশে থাকবে উপজেলা বিএনপি’ ও সকল অঙ্গসংঠনের সকল নেতা-কর্মি।

সেচ্ছা সেবক দল ও শাহজাদপুরের সকল মানুষের মঙ্গল কামনা করে বক্তব্য সমাপ্তী করেন।

Share Now

এই বিভাগের আরও খবর