জয়পুরহাটে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলকে সংবর্ধনা

আপডেট: August 25, 2025 |
inbound1895080047262062861
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন দলকে রোববার দুপুরে পৌরসভার মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আতাউর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম, ফুটবল কোচ এসএম সুমন, জয়পুরহাট পৌরসভা দলের বিজয়ী ফুটবল দলের অধিনায়ক মুকুল হোসেন সহ খেলোয়াড় ও পৌরসভার কর্মকর্তাগন।

গত ৩০ জুলাই জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। দুটি গ্রুপে মোট আটটি দল খেলায় অংশ করে।

গত ১৫ আগস্ট ফাইনালে পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে জয়পুরহাট পৌরসভা চ্যাম্পিয়ন হয়।

Share Now

এই বিভাগের আরও খবর