চট্টগ্রামে মোটেল সৈকত বার ও রেস্টুরেন্টে আগুন

আপডেট: August 25, 2025 |
inbound8896712377203016850
print news

চট্টগ্রাম নগরের স্টেশন রোডে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে সোমবার সকালে আগুন লেগেছে। সকাল পৌনে নয়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত ফায়ার সার্ভিসের নজর আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তিনটি ফায়ার সার্ভিস দল, যদিও পুরোপুরি আগুন নিভানো এখনও চলমান।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমের কাছে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল ঘটনাস্থলে কাজ করছে।’

খলিলুর রহমান আরও জানান, ‘আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে একটি লুটপাটের ঘটনা ঘটে। সেই সময় বার ও রেস্তোরাঁটির স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে সংস্কারের মাধ্যমে এটি নতুনভাবে চালু করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর