বাংলাদেশ- নেদারল্যান্ডস সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি

আপডেট: August 26, 2025 |
boishakhinews 54
print news

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট কিনে দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট।

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।
বিসিবি জানিয়েছে, টিকিট কেনা যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ থেকে।

সিরিজে শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকার টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা।

এরপর শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।
ক্লাব হাউসে (ব্লক এ১–ই১) বসে খেলা দেখতে চাইলে দর্শকদের টিকিটপ্রতি গুনতে হবে ৫০০ টাকা করে। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার থেকে খেলা দেখতে চাইলে ২০০০ টাকা করে টিকিটের মূল্য গুনতে হবে দর্শকদের।

Share Now

এই বিভাগের আরও খবর